জুরিখ, ১৬ ডিসেম্বর(হি.স.): ফিফার ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালের লাইনআপ তৈরি। আল আহলি ও উরাওয়া রেডসের সঙ্গে সেমিফাইনালের বাকি দুই দল আছে ইউরোপ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন ফ্লুমিনেন্স।
সেমিফাইনালে খেলার সূচি:
প্রথম সেমিফাইনাল:
সোমবার (১৮ ডিসেম্বর)
রাত ১১.৩০টা
ফ্লুমিনেন্স(ব্রাজিল) বনাম আল আহলি(ইরান)
দ্বিতীয় সেমিফাইনাল: মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাত ১১.৩০টা
ম্যানচেস্টার সিটি বনাম উরাওয়া রেডস(জাপান)।
হিন্দুস্থান সমাচার /শান্তি
টেস্ট সিরিজ থেকে দক্ষিণ আফ্রিকার এই তারকা বোলার চোটের কারণে ছিটকে যাওয়ার মুখে!
কেপ টাউন, ১৬ ডিসেম্বর(হি.স.): গত ২০১৪ সাল থেকে দক্ষিণ আফ্রিকার হয়ে কাগিসো রাবাডার ক্যারিয়ার শুরু । প্রায় এক দশক খেলে ফেললেন দক্ষিণ আফ্রিকার হয়ে। কেরিয়ারে সাফল্য প্রচুর। মাত্র ২৮ বছর বয়সেই তিনি খেলে ফেলেছেন ৬০টি টেস্ট, ১০১টি একদিনের ম্যাচ ও ৫৬টি টি-২০। টেস্টে ২২.৩৪ গড়ে ২৮০ উইকেট নিয়েছেন। একদিনের ক্রিকেটে ১০১ ম্যাচে ১৫৭টি উইকেট। বোলিং গড় ২৭.৭৭। আর টি-টোয়েন্টিতে তিনি নিয়েছেন ৫৬টি উইকেট। সবমিলিয়ে আন্তর্জাতিক আঙিনায় ২১৭ ম্যাচ খেলে রাবাডার উইকেট সংখ্যা ৪৯৫। ইতিমধ্যেই তিনি সর্বকালের সেরাদের তালিকায় স্থান করে নিয়েছেন।
দলে রাবাডা থাকা মানে তা প্রতিপক্ষ ব্যাটারদের মধ্যে থাকে একটা চিন্তা। এমনকি ভারতের বিরুদ্ধেও তিনি যথেষ্ট সফল। আগামী ২৬ ডিসেম্বর ভারতের বিরুদ্ধে শুরু হচ্ছে প্রথম টেস্ট।সিরিজে হবে দুটি টেস্ট। সেখানে রাবাডার গতি ও স্যুইং এই দুইই কোহলি, রোহিতদের মাথা ব্যথার কারণ। কিন্তু রোহিতদের ক্ষেত্রে সুখবর হলেও দক্ষিণ আফ্রিকার ক্ষেত্রে খুবই খারাপ খবর গোড়ালির চোটের কারণে ছিটকে যাওয়ার মুখে প্রোটিয়া পেসার। তাই চোটের কারণেই সাদা বলের ফর্ম্যাটে দলে রাখা হয় নি তাঁকে। মনে করা হয়েছিল লাল বলের ফর্ম্যাটে মাঠে ফিরতে পারেন রাবাডা। কিন্তু দক্ষিণ আফ্রিকা সূত্রে খবর সুস্থ হয়ে উঠতে এখনও কিছুটা সময় লাগবে তাঁর।

