ঢাকা, ১৬ ডিসেম্বর : বাংলাদেশে শ্রদ্ধায় স্মরণ করা হয়েছে মহান বিজয় দিবস। রাষ্ট্রপতি মোঃ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার ১৬ ডিসেম্বর সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও রাষ্ট্রীয় সালাম প্রদর্শন করেন।
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের নিয়ে সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ও দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করে সম্মান দেখান।