৪.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান

নয়াদিল্লি/ইসলামাবাদ, ১৫ ডিসেম্বর (হি. স.) : প্রতিবেশী দেশ পাকিস্তানে আজ (শুক্রবার) সকাল ৯টা ১৩ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়েছে ৪.২। নয়াদিল্লির ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) এই তথ্য দিয়েছে।

এনসিএস-এর মতে, পাকিস্তান থেকে এখনও প্রাণ বা সম্পত্তির ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। উল্লেখ্য, এর আগে ৪ ডিসেম্বর পাকিস্তানে ভূমিকম্প অনুভূত হয়েছিল।