কাশী পৌঁছোলেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং

বারাণসী, ১৫ ডিসেম্বর (হি.স.) : বারাণসী পৌঁছেছেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং। বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান বিজেপি নেতৃত্ব ।

শুক্রবার বাবাপুরের লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরে, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আঞ্চলিক সভাপতি দিলীপ প্যাটেলের নেতৃত্বে কর্মীরা ঢোল বাজিয়ে উষ্ণভাবে স্বাগত জানান মুখ্যমন্ত্রী তামাংকে । যারা স্বাগত জানিয়েছেন তাদের মধ্যে রয়েছেন সুরেশ সিং, শৈলেন্দ্র কিশোর পান্ডে, শীতলা প্রসাদ, ডক্টর জয়প্রকাশ দুবে, অবধেশ সিং সারথি, হিটলার সিং, মনীশ পাঠক, অরবিন্দ মিশ্র, অজয় প্যাটেল, অভিষেক রাজপুত, প্রোটোকল ইনচার্জ বিজেপির এলাকা সহ সভাপতি বিজেপি কিষান মোর্চা শৈলেশ পান্ডে প্রমুখ।