আসাম রাইফেলস ২৪তম রাষ্ট্রকথা শিবিরে যোগ দিতে আসাম রাইফেলস পাবলিক স্কুলের ছাত্ররা রাজকোটের উদ্দ্যেশ্যে রওনা দিল আজ 

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ ডিসেম্বর: আসাম রাইফেলস ২৪তম রাষ্ট্রকথা শিবিরে যোগ দিতে আসাম রাইফেলস পাবলিক স্কুলের ছাত্রদের জন্য জাতীয় ইন্টিগ্রেশন ট্যুর আজ আগরতলা থেকে রওনা দিয়েছে। 

 আসাম রাইফেলসের আগরতলা সেক্টরের তত্ত্বাবধানে আসাম রাইফেলস আজ আগরতলা (ত্রিপুরা) থেকে রাজকোট (গুজরাট) পর্যন্ত আসাম রাইফেলস পাবলিক স্কুলের ছাত্রদের জন্য জাতীয় সংহতি সফর শুরু হয় আজ। আগামী ৩০ ডিসেম্বর শেষ হবে এই সফর। 

 এই  ট্যুর আয়োজনের উদ্দেশ্য হল জাতীয় সংহতি, সামাজিক সম্প্রীতি এবং ধর্মীয় সম্প্রীতির মতো বিভিন্ন বিষয়ে যুবদের অভিমুখীকরণ এবং লালনপালনের জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করা।