বিশাখাপত্তনম, ১৪ ডিসেম্বর (হি.স.): অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে আগুন লাগল ইন্দাস হাসপাতালে। বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ ইন্দাস হাসপাতালের দোতলায় আগুন লাগে। আগুন লাগা মাত্রই সমস্ত রোগীদের নিরাপদে উদ্ধার করা হয়। হাসপাতাল সূত্রের খবর, বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ হাসপাতালের দোতলায় আগুন লাগে। দমকল কর্মীরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
পুলিশ কমিশনার রবি শঙ্কর অয়্যানার বলেছেন, দুপুর ১২টা নাগাদ বিশাখাপত্তনমের ইন্দাস হাসপাতালে আগুন লাগে। সেখানে প্রায় ৫০-৭০ জন রোগী ছিল। আমরা সবাইকে সরিয়ে নিয়ে গিয়েছি। সেখানে আর কেউ নেই। কোনও প্রাণহানি হয়নি, অপারেশন থিয়েটার থেকে আগুন লাগার কারণ বলে মনে হচ্ছে…আমরা তদন্ত করে সত্যতা বের করব।”