বাইক দুর্ঘটনায় নিহত এক যুবক 

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার,১৪ ডিসেম্বর: 

ফের যান দুর্ঘটনায় নিহত এক ব্যক্তি। ঘটনার বিবরনে জানা যায় শান্তিরবাজার মহকুমার অন্তর্গত দশমী রিয়াং পাড়া সংলগ্ন এলাকায়  বাইক দুর্ঘটনার স্বীকার হয় এক যুবক।  জানাযায় ৮ ই ডিসেম্বর নতুন বাইক ক্রয় করেন শান্তির বাজার মহকুমার মৈনাক্ষ পড়ার বাসিন্দা সমীর রিয়াং ( ২৬ )।  বৃহস্পতিবার সমীর রিয়াং নতুন বাইকটি নিয়ে শান্তি বাজার বাইকের শোরুমে আসে বলে জানা যায়। শোরুম থেকে ঘরে ফেরার পথে দশমী রিয়াং পাড়া সংলগ্ন এলাকায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে দুর্ঘটনার কবলে পরে সমীর রিয়াং।  এই দুর্ঘটনায় ঘটনাস্থলে প্রান হারায় সমীর রিয়াং। 

 দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় শান্তির বাজার দমকল বাহিনীর কর্মীরা।  দমকলবাহিনীর কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সমীর রিয়াং এর মৃতদেহ শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়েআসে। শান্তির বাজার জেলা হাসপাতালের চিকিৎসক সমীর রিয়াং কে মৃতবলে ঘোষনা করেন। মৃত্যুর সঠিককারন উন্মোচনে তদন্তে নেমেছে পুলিশ।  আগামীকাল মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হবে।  ময়নাতদন্তের রিপোর্টে উঠে আসবে মৃত্যুর আসল রহস্য।