জয়পুর, ১৪ ডিসেম্বর (হি.স.): জল্পনা ছিল অনেক। সে সব জল্পনায় জল ঢেলেই রাজস্থানের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন ভজনলাল শর্মা। যিনি রাজস্থান বিজেপির হেভিওয়েট নেতাদের পিছনে ফেলে দিয়েছেন। শুক্রবারই রাজস্থানের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন ভজনলাল শর্মা। বৃহস্পতিবার থেকেই শুরু হয়ে গিয়েছে সেই প্রস্তুতি। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার প্রাক্কালে বৃহস্পতিবার জয়পুরে নিজ সমর্থকদের সঙ্গে দেখা করেন ভজনলাল শর্মা। সকলকে ধন্যবাদ জানান তিনি। ভজনলাল শর্মার ডেপুটি অর্থাৎ উপ-মুখ্যমন্ত্রী হচ্ছেন প্রেম চাঁদ বৈরওয়া। তিনি বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, “আমরা সবাইকে সঙ্গে নিয়ে মহিলা, দলিতদের উন্নয়নে কাজ করব। আমরা কংগ্রেসের দুর্নীতির তদন্ত করব। আমরা সুষ্ঠু আইন-শৃঙ্খলা নিশ্চিত করব এবং আমরা যা প্রতিশ্রুতি দিয়েছি তা পূরণ করব।”
এই প্রথম বার বিধায়ক হয়েছেন ভজন। বিজেপির টিকিটে সঙ্গনেড় থেকে জিতেছেন তিনি। প্রথম বার বিধায়ক হয়েই মুখ্যমন্ত্রী। প্রায় অপরিচিত মুখ ভজনকে কেন মুখ্যমন্ত্রী পদের জন্য বেছে নিলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব! সূত্রের খবর, তাঁর নাম প্রস্তাব করেছেন খোদ বসুন্ধরা রাজে। যদিও, মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে বসুন্ধরার পাশাপাশি এগিয়ে ছিলেন জয়পুরের রাজকুমারী দীয়া কুমারী, বিজেপি সাংসদ বালকনাথ, কিরোরিলাল মিনা। শেষ পর্যন্ত দিয়াকে রাজস্থানের উপমুখ্যমন্ত্রী ঘোষণা করেছে বিজেপি। আর এক উ-পমুখ্যমন্ত্রী হতে চলেছেন প্রেম চাঁদ বৈরওয়া।
ভজনলাল কীভাবে হলেন মুখ্যমন্ত্রী? রাজনৈতিক মহলের মতে, রাজস্থানে এক জন ব্রাহ্মণ নেতাকে মুখ্যমন্ত্রী করলে তা কখনওই অন্তত দলকে বিপাকে ফেলবে না। রাজস্থানে জাঠ আর রাজপুত ভোটারদেরই সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। এই পরিস্থিতিতে এক সম্প্রদায়ের প্রতিনিধিকে মুখ্যমন্ত্রী করলে অন্য সম্প্রদায় চটে যেতে পারে। তার প্রভাব পড়তে পারে লোকসভা নির্বাচনে বিজেপির ভোটব্যাঙ্কে। ভজনলাল বিধায়ক হয়েছেন প্রথম বার। তবে ভজন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক হয়েছেন চার বার। বরাবরই সংগঠনের দিকটি সামলেছেন। সেই এবিভিপিতে থাকার সময় থেকেই। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার সঙ্গে সুসম্পর্ক রয়েছে তাঁর।