দিল্লিতে আরও ৫০০টি বৈদ্যুতিক বাসের যাত্রা শুরু, সাক্সেনা বললেন এই উদ্যোগে কমবে দূষণ

নয়াদিল্লি, ১৪ ডিসেম্বর (হি.স.): রাজধানী দিল্লিতে আরও ৫০০টি বিলাসবহুল বৈদ্যুতিক বাসের যাত্রা শুরু হল। বৃহস্পতিবার দিল্লির উপ-রাজ্যপাল ভি কে সাক্সেনা ও মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৫০০টি বৈদ্যুতিক বাসের যাত্রার সূচনা করেছেন। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপ-রাজ্যপাল ভি কে সাক্সেনা বলেছেন, এই উদ্যোগে দিল্লিতে কমবে দূষণ।

উপ-রাজ্যপাল সাক্সেনার কথায়, “আমরা যে ৫০০টি বাসের যাত্রার সূচনা করেছি, তা দূষণ রোধে সাহায্য করবে…আমাদের দিল্লির উন্নতি করতে হবে এবং এই লক্ষ্যে প্রচেষ্টা চালানো হচ্ছে।” মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, “আমি খুশি যে ৫০০টি বাস যুক্ত হয়েছে। আমি এ জন্য দিল্লিবাসীকে অভিনন্দন জানাতে চাই। আমি উপ-রাজ্যপাল ভি কে সাক্সেনাকে ধন্যবাদ জানাতে চাই, এই অনুষ্ঠানটি করার জন্য। এখন দিল্লিতে আমাদের ১,৩০০টি বৈদ্যুতিক বাস রয়েছে।”