ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ ডিসেম্বর।। বিলোনিয়ায় শুরু হচ্ছে অনূর্ধ্ব ১৩ ক্রিকেট টুর্নামেন্ট। আগামীকাল থেকে। চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। গত বছরের মতো এবারও অনূর্ধ্ব ১৩ ক্রিকেট টুর্নামেন্টে পাঁচটি স্কুল দল অংশ নিচ্ছে। প্রাথমিক পর্যায়ে লীগে দশটি ম্যাচের পর সেরা চারটি দলকে বাছাই করে সুপার ফোর এর লড়াই হবে লীগ পর্যায়ে। অবশেষে চারটি দলের ক্রমপর্যায় অনুযায়ী নকআউট ভিত্তিতে সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। দলগুলো হলো আমজাদ নগর হাই স্কুল, বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণি স্কুল, বড়পাথাড়ি দ্বাদশ শ্রেণী স্কুল, আর্য কলোনি দ্বাদশ শ্রেণী স্কুল, বিলোনিয়া গভর্মেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল। টুর্নামেন্ট শুরু হবে বিদ্যাপীঠ স্কুল ও আমজাদ নগর স্কুলের বিরুদ্ধে খেলা দিয়ে। উদ্বোধনী ম্যাচটি হবে বিদ্যাপীঠ গ্রাউন্ডে। প্রথম দিন একটি ম্যাচ হলেও পরবর্তী সময়ে অধিকাংশ দিনে দুটি করে ম্যাচ খেলার ব্যবস্থা করা হয়েছে। অন্যদিনের খেলা গুলো হবে উত্তর বিলোনিয়া গ্রাউন্ডে, আমজাদ নগর গ্রাউন্ডে, বৃন্দাবন পাড়া স্কুল গ্রাউন্ডে। সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচগুলি হবে উত্তর বিলোনিয়া গ্রাউন্ড ও আমজাদ নগর গ্রাউন্ডে। খেলা হবে ৪০-৪০ ওভারে। উদ্যোক্তা বিলোনিয়া ক্রিকেট এসোসিয়েশন। উল্লেখ্য, আগামীকাল সকাল ৯ টায় বিদ্যাপীঠ গ্রাউন্ডে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি কাকলি দাস দত্ত। অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে বিধায়ক স্বপ্না মজুমদার, জিলা পরিষদের সহ সভাধিপতি বিভীষণ চন্দ্র দাস, পুর পরিষদের চেয়ারপারসন নিখিল চন্দ্র গোপ, নগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন পুতুল পাল বিশ্বাস, ঋষ্যমুখ পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন বকুল রানী দেবনাথ, এডুকেশন স্ট্যান্ডিং কমিটির প্রেসিডেন্ট অনুপম চক্রবর্তী, স্পোর্টস স্ট্যান্ডিং কমিটির প্রেসিডেন্ট বিশ্বনাথ দাস, কাউন্সিলর ধ্রুবপ্রসাদ মজুমদার, মৃনাল দত্ত গুপ্ত, শুশাঙ্কর ভৌমিক, সমাজসেবী গৌতম সরকার, টিসিএ-র অ্যাডভাইজারি টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান চিরঞ্জীব দে প্রমুখ উপস্থিত থাকবেন। সভাপতিত্ব করবেন পুরো পরিষদের ভাইস চেয়ারপারসন শিখা নাথ। বিলোনিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন এর সম্পাদক পার্থ চৌধুরী এক আমন্ত্রণ পত্রে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি তিনি ক্রীড়া সূচি ঘোষণা করে টুর্নামেন্ট সাফল্যমন্ডিত করে তোলার জন্য সকলকে আহ্বান জানিয়েছেন।
2023-12-13

