আগরতলা,১৩ ডিসেম্বর : আগামী ১৬-১৭ ডিসেম্বর থেকে অল ত্রিপুরা প্যাথলজিক্যাল এন্ড রেডিওলজিক্যাল ক্লিনিক্স এসোসিয়েশান (এ.টি.পি.আর.সি.এ.) এর নবম দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে।
অল ত্রিপুরা প্যাথলজিক্যাল এন্ড রেডিওলজিক্যাল ক্লিনিক্স এসোসিয়েশান (এ.টি.পি.আর.সি.এ.) বেসরকারী ল্যাবরেটরি ও এক্সরে ক্লিনিকের মালিকদের সংগঠন। ওই সংগঠনের মোটামুটি সমস্থ সদস্যরাই ল্যাবরেটরী বা এক্সরে টেকনোলজিস্ট। তা ছাড়াও রাজ্যের তিনটি প্যারামেডিক্যাল ইনস্টিটিউটের ছাত্রছাত্রীদেরকে আমরা উদ্বোধনী অনুষ্ঠান এবং সায়েন্টিফিক সেশানে অংশগ্রহনের জন্য আমন্ত্রন জানানো হয়েছে।
ওই সম্মেলন ১৬ ডিসেম্বর সকাল ১১ টায় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আরম্ভ হবে। এর পরেই থাকবে রক্তদান শিবির। ওই দিনের অনুষ্ঠানে উদ্ভোধনী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার জন্য মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।

