মির্জাপুর, ১১ ডিসেম্বর (হি.স.) : উত্তরপ্রদেশের মির্জাপুর জেলায় সোমবার ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় এক বৃদ্ধের। সোমবার সকালে মির্জাপুর জেলার চুনার এলাকার বারেওয়ায়তে একটি ধাবার কাছে এই দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে এক বৃদ্ধকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বৃদ্ধের। মৃত বৃদ্ধের নাম, উমা সিং (৭০)। তিনি সোমবার সকালে হাঁটতে বেরিয়েছিলেন, হঠাৎ করে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে চাপা দিয়ে চলে যায়। উমা সিং জামুইয়ের বাসিন্দা ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ঊর্ধ্বতন পুলিশ আধিকারিক ও চুনার থানা পুলিশ। তাঁরা এসে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে শুরু করেছে পুলিশ।

