BRAKING NEWS

প্রাণিসম্পদ বিকাশ দপ্তর কার্যালয় পরিদর্শনে মন্ত্রী, ২ কর্মীকে শোকজ নোটিশ দেওয়ার নির্দেশ 

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ডিসেম্বর :  সোমবার প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের কার্যালয় পরিদর্শনের যান সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। এদিনের আচমকা পরিদর্শনে গিয়ে কর্মীদের চরম অব্যবস্থাপনা দেখে অসন্তোষ প্রকাশ করেছেন মন্ত্রী। 

এদিন পরিদর্শন শেষে মন্ত্রী বলেন, তিনি এক দুজন কর্মীর অনিয়ম লক্ষ্য করেছেন। তাদের বিরুদ্ধে শোকজ নোটিশ দেওয়ার জন্য দপ্তরের অধিকর্তাকে নির্দেশ দিয়েছেন তিনি। মন্ত্রী বলেন, যতক্ষণ না পর্যন্ত অভিযুক্ত দুই কর্মচারী সঠিক জবাব দিতে পারবে ততক্ষণ পর্যন্ত তাদের বেতন আটকে রাখার।

 তিনি আরো বলেন পরিদর্শনে এসে  কোনভাবেই সরকারি অর্থ ব্যয় করা যাবে না। সঠিকভাবে জনগণের কাছে সুযোগ-সুবিধা পৌঁছাতে হবে। এবং যারা চাকরি করছে তাদের অবশ্যই সরকারি নিয়মকানুন মেনে চলতে হবে বলে জানান মন্ত্রী।

মন্ত্রীর কথায়, মন্ত্রিসভায় বৈঠকে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয় মানুষের স্বার্থে। সেগুলো কতটা বাস্তবায়ন হচ্ছে সে বিষয়ে খোঁজখবর নিতে এসেছেন তিনি। তবে তিনি পরিদর্শনে গিয়ে ১০০‌ শতাংশ খুশি হতে পারেনি বলে জানান। তবে অফিসের কর্মসংস্কৃতি আগে থেকে অনেকটাই ফিরেছে। দপ্তরের ১০০ শতাংশ কর্মসংস্কৃতি ফিরিয়ে আনার জন্য এ ধরনের পরিদর্শন আগামী দিনেও অব্যাহত থাকবে। 

 এদিনের সফরকালে তার সঙ্গে এদিন ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের অধিকর্তা বি চঞ্চল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *