কলকাতা, ১০ডিসেম্বর (হি. স.) মহিলার রহস্যমৃত্যু। রবিবার খিদিরপুরের ইস্ট বাউন্ডারি রোডের একটি বস্তির ঘর থেকে উদ্ধার হয় কম্বলে মোড়া দেহ। উধাও মৃতার মোবাইল ফোন। ঘটনার নেপথ্যে দাম্পত্য কলহ নাকি অন্যকিছু? জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, খিদিরপুরের ইস্ট বাউন্ডারি রোডের একটি বস্তির বাসিন্দা আনজু আরা বিবি। তাঁর বয়স ৪০ বছর। প্রতিদিন কলকাতা পুরসভার গাড়ি জল দিতে এলে সকলের মতোই তিনিও যেতেন। তবে রবিবার সকালে তিনি যাননি। তা দেখে সন্দেহ হয় প্রতিবেশীদের। স্বাভাবিকভাবেই বাড়িতে গিয়ে ডাকাডাকি করেন সকলে। তাতেও সাড়া মেলেনি। এর পর দরজা খুলতেই দেখা যায়, একটি কম্বল পড়ে রয়েছে। তা খুলতেই উদ্ধার হয় মহিলার দেহ।
মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে মৃতার সঙ্গে তাঁর স্বামীর অশান্তি চলছিল। আইনি জটিলতাও তৈরি হয়েছিল। দীর্ঘদিন ধরে বধূ নির্যাতনের মামলা চলছে বলে খবর। পরিবারের সদস্যদের অভিযোগ, স্বামীই খুন করেছে মহিলাকে। প্রমাণ লোপাটের জন্য নিয়ে গিয়েছে ফোন। বিষয়টি জানামাত্রই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। কী কারণে এই নৃশংসতা, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

