জুটমিলকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রেখে এগুচ্ছে প্রগতি পি.সি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ ডিসেম্বর।। জয়ের ধারা অব্যাহত রেখে এগুচ্ছে প্রগতি প্লে সেন্টার। ,প্রথম ম্যাচে কর্নেল চৌমুহনীকে হারানোর পর আজ, রবিবার দ্বিতীয় ম্যাচেও দুর্দান্ত জয় পেয়েছে জুটমিল প্লে সেন্টারকে ৬৪ রানের ব্যবধানে হারিয়ে। ‌ খেলা ছিল সদর অনূর্ধ্ব ১৩ ক্রিকেটের গ্রুপ-বি এর ম্যাচ। তালতলা স্কুল গ্রাউন্ডে। সকালে অনুকূল আবহাওয়ার জন্য সোয়া ঘন্টা অপেক্ষার পর ম্যাচ শুরুতে টস জিতে প্রগতি প্লে সেন্টার প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়ে সীমিত ৪০ ওভারে নয় উইকেটে ১৬১ রান সংগ্রহ করে। জবাবে জুটমিল কোচিং সেন্টারের ইনিংস ৯৭ রানে গুটিয়ে যায়। বিজয়ী দলের পক্ষে শ্রেষ্ঠাংশু দেব সর্বাধিক ৮৮ রান করার সুবাদে ম্যাচের সেরা হয়। শ্রেষ্ঠাংশু ১২৪ বল খেলে বারোটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৮৮ রান পায়।  এছাড়া, জুট মিল প্লে সেন্টারের অপরাজিত বৈশ্য ১১ রানে চারটি এবং সৌম্যজিৎ মজুমদার ৩১ রানে তিনটি উইকেট পেয়েছে। প্রগতির উজ্জ্বল দেবনাথ পেয়েছে ২৭ রানে তিনটি উইকেট।