ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ ডিসেম্বর।। প্রথম জয়ের স্বাদ পেয়েছে এন এস আর সিসি। তাও ১০ উইকেটের বিশাল ব্যবধানে কর্নেল চৌমুহনী ক্রিকেট কোচিং সেন্টার কে হারিয়ে। খেলা সদর অনূর্ধ্ব ১৩ ক্রিকেট টুর্নামেন্ট। উদ্যোক্তা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন। খেলা ছিল নরসিংগড়ের পঞ্চায়েত গ্রাউন্ডে। দুই দলেরই তৃতীয় ম্যাচ। প্রথম ম্যাচে দুদল প্রতিপক্ষের কাছে হেরে, দ্বিতীয় ম্যাচে বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় তালিকায় নিজেরা কিছুটা পিছিয়ে পড়লেও, আজ, রবিবার তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া ছিল দু দলই। তবে টস জিতে প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়ে কর্নেল চৌমুহনী ক্রিকেট কোচিং সেন্টারের খুদে শিক্ষার্থীরা খুবই ব্যাটিং ব্যর্থতার পরিচয় দেয়। ৩৭.৫ ওভার খেলে মাত্র ৩৭ রানে ইনিংস গুটিয়ে নিলে এনএসআরসিসি ২২ বল খেলে বিনা উইকেটে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। বিজয়ী দলের দেবব্রত রুদ্র পাল শূন্য রানে, তনুজিৎ সাহা পাঁচ রানে এবং আনস্
ভাটনগর আট রানে দুটি করে উইকেট পেয়েছে। সায়ন্তন করের অপরাজিত ২৮ রানও উল্লেখযোগ্য। তবে ম্যাচের সেরা হয়েছে বোলার তনুজিৎ সাহা।