নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১০ ডিসেম্বর : দলত্যাগ অব্যাহত রয়েছে তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্র জুড়ে।শনিবারের পরে রবিবার বিকালে একসভায় বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে বিজেপি দলে যোগদান করেছে ৫৪জন ভোটার। ২০২৩ সালের কংগ্রেস এর বিজিত প্রার্থী গৌরীশঙ্কর রায় বিজেপিতে যোগদান এরপরে রবিবার বিকালে তেলিয়ামুড়া বিধানসভার ৩৯,৪০ এবং ৪৯ নম্বর বুথ এলাকার সিপিআইএম এবং কংগ্রেস দলের সমর্থক ১৫ পরিবারের ৫৪ জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে। নবাগতদের হাতে পতাকা দিয়ে ডলে বরণ করে নেন বিধানসভার মুখ্য সচেতক বিধায়ক কল্যাণী সাহা রায়।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুর পিতা রূপক সরকার, সহ পুর পিতা মধু শুধন রায়,মন্ডল সম্পাদক নন্দন রায়, গোপাল বর্মন , কাউন্সিলর বিমল রক্ষিত সহ প্রমুখ।
প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বিধায়ীকা কল্যানী সাহা রায় বলেন বর্তমান সময়ে গোটা দেশ তথা রাজ্য জুড়ে সাধারণ মানুষ বুঝতে পেরেছেন আর্থ সামাজিক ব্যবস্থার মান উন্নয়নের গ্যারান্টি মোদি সরকার, বিশেষ করে সদ্য সমাপ্ত পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের মধ্য দিয়ে দেশবাসী বুঝে গেছেন ইন্ডিয়া জোটের কোন ভবিষ্যৎ নেই, এই কারণে শুধু তেলিয়ামুড়া না, গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় বিরোধী শিবির থেকে শাসক দলে যোগদান অব্যাহত ।
নবাগতদের ভারতীয় জনতা পার্টি পরিবারের স্বাগত জানিয়ে বিধায়িকা সাহা রায় দাবী করেন আগামী দিনে সকলকে সাথে নিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার মার্গ দর্শনে উন্নয়নের গতি অব্যাহত থাকবে।আগামীদিনে আরো বহু বিরুধী নেতৃত্ব ও সমর্থক দলত্যাগ করে বিজেপি শিবিরে যোগদান করবে বলে খবর।

