কোচবিহারে নদী থেকে উদ্ধার নিখোঁজ ব্যক্তির দেহ, তদন্তে পুলিশ

গয়েরকাটা, ১০ ডিসেম্বর (হি. স.) : কোচবিহারে নদী থেকে উদ্ধার দু’দিন ধরে নিখোঁজ ব্যক্তির দেহ । রবিবার জেলার গয়েরকাটায় আংরাভাসা নদী থেকে দেহটি উদ্ধার হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম শম্ভু শর্মা (৪০)। গয়েরকাটার জ্যোতির্ময় কলোনী এলাকার বাসিন্দা। রবিবার সকালে স্থানীয় বাসিন্দারাই গয়েরকাটা চা বাগানের পাশ দিয়ে বয়ে যাওয়া আংরাভাসা নদীর ধারে ওই ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখে। এরপর পুলিশ ও পরিবারের লোকজনকে খবর দিলে পরে তারা এসে ওই ব্যক্তিকে চিহ্নিত করেন।
স্থানীয় সূত্রে খবর, শম্ভু শর্মা দু’দিন ধরে নিখোঁজ ছিলেন। গতকাল রাতে তার পরিবারের তরফে বিন্নাগুড়ি আউট পোস্টে তার নিখোঁজের অভিযোগ লিখিতভাবে জানানো হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।