নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৯ ডিসেম্বর : সাত বছরের পুত্র সন্তানকে নিয়ে মায়ের শ্রাদ্ধানুষ্ঠানের নিমন্ত্রন করতে বেরিয়ে দূর্ঘটনায় প্রাণ হারালো শিশুটি। দক্ষিণ জেলার জেলাশাসকের গাড়ির সঙ্গে ধাক্কায় ঘটে এই পথ দুর্ঘটনা। এই হৃদয়বিদারক ঘটনায় শনিবার আকাশ বাতাস ভারী হয়ে উঠে।
শ্রাদ্ধানুষ্ঠানের নিমন্ত্রন করে বাড়িতে ফেরা হলো না ছেলে এবং ছেলের পিতার। ছেলের ঠাই হলো বিলোনীয়া হাসপাতালের মর্গে, আর পিতার ঠাই হলো আগরতলা জিবি হাসপাতালের বিছানায়। এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটে শনিবার সাড়ে তিনটা নাগাদ বিলোনিয়া বড়পাথরী গর্জনিয়া বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায়।
বিলোনিয়া ভারত চন্দ্র ব্লকের উত্তর কলাবাড়িয়া গ্ৰাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা উত্তম পাল। উত্তম পালের মায়ের শ্রাদ্ধানুষ্ঠান আগামী বুধবার। জানা গেছে, সে এই শ্রাদ্ধানুষ্ঠানের নিমন্ত্রনের জন্য সাত বছরের ছেলে জয়দীপকে বাইকে বসিয়ে বাড়ি থেকে বের হন।
নিমন্ত্রন সেরে বাইক চেপে বড়পাথরী গর্জনিয়া বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায় আসতেই একটি গাড়ীকে ওভারটেক করতে গিয়ে বিলোনিয়া দিক থেকে আসা জেলাশাসকের গাড়ির সাথে সজোরে ধাক্কা খায় সে। এই ধাক্কায় বাইক চালক উত্তম পাল সহ বাইকের পেছনে বসা ছেলে জয়দীপ পাল ছিটকে পড়ে যায়। এর ফলে ছেলে জয়দীপ পালের মাথা থেতলে যায় ও উত্তম পাল গুরুতরভাবে আহত হয়।
সাথে সাথে দক্ষিণ জেলার জেলাশাসকের নির্দেশে স্কট গাড়ি করে, আহতদের নিয়ে আসা হয় বিলোনিয়া হাসপাতালে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উত্তম পালের ছেলে জয়দেব পালকে পরীক্ষা-নিরীক্ষা করার পর মৃত বলে ঘোষণা করেন। পাশাপাশি আহত উত্তম পালকে প্রাথমিক চিকিৎসার পর আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তরিত করে দেয়। দুর্ঘটনার খবর পেয়ে বিলোনিয়া হাসপাতালে ছুটে আসে উত্তম পালের স্ত্রী সহ আত্মীয় পরিজনরা। জয়দীপের মৃত্যুতে কান্না ভেঙ্গে পড়েন তারা। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।