নয়াদিল্লি, ৮ ডিসেম্বর (হি.স.): মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং রাজস্থানে নতুন মুখ্যমন্ত্রী ঠিক করতে কেন্দ্রীয় পর্যবেক্ষক নিযুক্ত করল বিজেপি। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার ও কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা-সহ ৯ জন নেতাকে এই গুরু দায়িত্ব দেওয়া হয়েছে। বিজেপির পক্ষ থেকে শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজস্থানে মুখ্যমন্ত্রী ঠিক করতে পর্যবেক্ষক হিসাবে নিযুক্ত করা হয়েছে রাজনাথ সিং, বিনোদ তাওয়াড়ে ও সরোজ পান্ডেকে।
মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী ঠিক করতে পর্যবেক্ষক হিসাবে নিযুক্ত করা হয়েছে, হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার, কে লক্ষ্মণ ও আশা লাকড়াকে। এছাড়াও ছত্তিশগড়ের নতুন মুখ্যমন্ত্রী ঠিক করতে পর্যবেক্ষক হিসাবে নিযুক্ত করা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা, সর্বানন্দ সোনোয়াল এবং দুশ্যন্ত গৌতমকে। উল্লেখ্য, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে এই তিন রাজ্যেই জয়লাভ করেছে বিজেপি।