বড়দিনের মেলাকে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অতিবাহিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে : রতন চক্রবর্তী

আগরতলা, ৮ ডিসেম্বর : বড়দিনের মেলাকে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অতিবাহিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।  আজ মেলাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে  প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে  বৈঠক শেষে একথা বলেন বিধায়ক রতন চক্রবর্তী।

খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান ক্রিস্টমাস ডে বা বড়দিন সমাগত প্রায়। রাজ্যের সর্বত্রই খ্রিস্টান মিশনারিরা ধর্মীয় ভাব গম্ভীর পরিবেশে দিনটি পালন করে থাকেন। অন্যান্য বছরের মতো এবছরও রাজধানীর আগরতলা শহর সংলগ্ন মরিয়ম নগরে সুবিশাল মেলার আয়োজন করা হয়েছে। মেলাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এলাকার বিধায়ক রতন চক্রবর্তীর উপস্থিতিতে প্রশাসনের কর্মকর্তারা এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন।

এদিনের বৈঠকে নিরাপত্তা সংক্রান্ত বিষয় সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হয়েছে। মেলাকে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অতিবাহিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, এই মেলাকে কেন্দ্র করে শুক্রবার এক বৈঠকের আয়োজন করা হয়। উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক রতন চক্রবর্তী সহ অন্যান্য বিভিন্ন প্রশাসনিক দপ্তরের আধিকারিকগণ।