২৪ ঘণ্টার মধ্যে ফের, কোচবিহারে পরপর তিনটি সোনার দোকানে চুরি

কোচবিহার, ৮ ডিসেম্বর (হি.স.): গত ২৪ ঘণ্টার মধ্যে ফের সোনার দোকানে চুরি কোচবিহারে । পুণ্ডিবাড়ির কায়দায় । বৃহস্পতিবার গভীর রাতে বাবুরহাট বাজারে তালা ভেঙে পরপর তিনটি সোনার দোকানে চুরি হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোতোয়ালি থানার পুলিশ।

গতকালই কোচবিহার-২ এর পুণ্ডিবাড়ি বাজারে সোনার দোকানে চুরির ঘটনা ঘটে। তার ২৪ ঘন্টার মধ্যে বৃহস্পতিবার গভীর রাতে বাবুরহাট বাজারে তালা ভেঙে পরপর তিনটি সোনার দোকানে চুরি হয় বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার সকালে তাঁরা বাজারে গিয়ে দেখেন তিনটি সোনার দোকানের তালা ভাঙা অবস্থায় রয়েছে। এরপর দোকানগুলির মালিক সুবীর রায়, প্রবীরকুমার রায় ও পংকজ কর্মকারকে খবর দেওয়া হয়। তাঁরা আসার পর দোকানের ভেতরে গিয়ে দেখা যায়, প্রতিটি দোকানেরই সোনা ও রুপার অলংকার সহ সব সামগ্রী চুরি হয়ে গিয়েছে। প্রবীরবাবুর দোকানে সিসিটিভি ক্যামেরা বসানো ছিল। তার হার্ডডিস্ক চুরি হয়ে গিয়েছে।

এমন ঘটনায় ব্যবসায়ীদের মধ্যেও উদ্বেগ ছড়িয়েছে ব্যবসায়ী মহলে । তাঁরা জানান, বাজারের বাইরে জ্বালানো প্রত্যেকটি আলো খুলে ফেলে দুষ্কৃতীরা। ঠিক একইভাবে পুণ্ডিবাড়িতেও চুরি হয়েছিল। তাই দুটি ঘটনায় একই চক্র কাজ করেছে কিনা সে বিষয়েও তদন্তের দাবি উঠেছে।

পুলিশ জানিয়েছে, তারা ঘটনার তদন্ত শুরু করেছে।