রাজ্য মহিলা কমিশনের উদ্যোগে তিনদিন ব্যাপী সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত

ধর্মনগর, ৮ ডিসেম্বর : রাজ্য মহিলা কমিশনের উদ্যোগে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর সার্কিট হাউসে তিন দিনব্যাপী সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হয়েছে। মূলত, মহিলাদের বিভিন্ন অধিকার ও আইনে বিষয়ে সচেতন করার লক্ষ্যে এই শিবিরের আয়োজন করা হয়েছে।

এই কাউন্সিলিং শিবিরে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা কমিশনের    চেয়ারপার্স শ্রীমতি ঝর্ণা দেববর্মা , ভাইস চেয়ারপার্নন  ডালিয়া সিনহা সহ অন্যান্য সদস্য ও কাউন্সিলরা।

মহিলা কমিশনের চেয়ারপার্নন ঝর্ণা দেববর্মা জানিয়েছেন,উত্তর জেলার ধর্মনগর সার্কিট হাউজে উত্তর জেলার ৬৩ টি পাইলিং মামলা নিয়ে কাউন্সেলিং  ক্যাম্পিং এর ব্যবস্থা করা হয়েছে। এ কাউন্সিলিং ক্যাম্পেইনে প্রতিদিনই বিভিন্ন মামলা নিয়ে আলোচনা হয় এবং অনেক মামলার নিষ্পত্তি হয় বলে জানিয়েছেন তিনি ।  

তিনি আক্ষেপের্ সুরে বলেন, নির্ধারিত তারিখে অনেক বাদী উপস্থিত থাকলেও অনেক বিবাদী  উপস্থিত না থাকতে  মামলা অমীমাংসিত রয়ে গেছে।

তিনি আরও জানিয়েছেন ,উত্তর জেলায় ধর্মনগরে সার্কিট হাউসে তাঁর এই প্রথম শিবির অনুষ্ঠিত হয়েছে। তবে আগামী ৩-৪ মাসের মধ্যে আবারও এরূপ শিবিরের আয়োজন করা হবে । পাশাপাশি রাজ্য সরকার  তাকে যে দায়িত্ব দিয়েছে তিনি সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবেন বলেও জানান