ঠান্ডায় কাঁপছে কাশ্মীর উপত্যকা; শ্রীনগরে পারদ নামল অনেকটাই, জমজমাট শীতে কাঁবু ভূস্বর্গ

শ্রীনগর, ৭ ডিসেম্বর (হি.স.): কনকনে ঠান্ডায় কাঁপছে গোটা কাশ্মীর উপত্যকা। জমজমাট শীতে কাঁবু ভূস্বর্গ। জম্মু ও কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে অনেকটাই নামল তাপমাত্রার পারদ, বুধবার রাতে শ্রীনগরে তাপমাত্রা নেমে মাইনাস ২.৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছয়, যা এখনও পর্যন্ত মরশুমের শীতলতম। ঠান্ডায় কাঁপছে কাজিগুন্দ এবং কুপওয়ারাও।

কাজিগুন্দে তাপমাত্রার পারদ নেমে মাইনাস ২.২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে এবং গুলমার্গে মাইনাস ২.৫ ডিগ্রি সেলসিয়াস। পহেলগামে তাপমাত্রার পারদ নেমে মাইনাস ৪.৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। সবমিলিয়ে জমজমাট ঠান্ডা পড়েছে কাশ্মীরে, সকালের দিকে জনশূন্য থাকছে রাস্তাঘাট।