ডিসেম্বরেই রাজ্যে আসছেন প্রিয়াঙ্কা গান্ধী: আশীষ সাহা 

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ ডিসেম্বর: এ মাসের মাঝামাঝি সময়েই রাজ্যে আসতে পারেন সর্বভারতীয় কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। লোকসভা নির্বাচনের আগে রাজ্যে কংগ্রেসের সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যেই সর্বভারতীয় কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী রাজ্য সফর করবেন। দলীয় সূত্রে বলা হয়েছে প্রিয়াঙ্কা গান্ধীর সফরের সময়সূচী এখনো চূড়ান্ত না হলেও ডিসেম্বর মাসের মধ্যেই তিনি রাজ্য সফর করবেন বলে নিশ্চিত করেছেন। সেই লক্ষ্যকে সামনে রেখেই রাজ্যের বিভিন্ন স্থানে কংগ্রেসের সাংগঠনিক শক্তি বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে।  প্রিয়াঙ্কা গান্ধীর সফর কালে বড় ধরনের জমায়েত করা লক্ষে প্রদেশ কংগ্রেস সভাপতি কংগ্রেসের শাখা সংগঠনগুলির সঙ্গে বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন। দলীয় সূত্রে জানা যায়

লোকসভা নির্বাচনকে সামনে রেখে আগামী কিছুদিনের মধ্যে রাজ্যে আসছেন প্রিয়াঙ্কা গান্ধী। বিভ্রান্তির কোন জায়গা নেই। দিনক্ষণ ঠিক হলে রাজ্যবাসীকে জানিয়ে দেওয়া হবে। কোন কোন মহল থেকে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হচ্ছে। প্রিয়াঙ্কা গান্ধী এবং রাহুল গান্ধী সহসাই রাজ্যে আসবেন।

বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস ভবনে বিভিন্ন শাখা সংগঠনের কর্মীদের নিয়ে আয়োজিত বৈঠকে এই কথা জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। তিনি আরও জানান প্রিয়াঙ্কা গান্ধীর সফরকে ঘিরে বিভিন্ন জেলায় সাংগঠনিক বৈঠক শুরু করে দিয়েছে প্রদেশ কংগ্রেস। বৃহস্পতিবার ধর্মনগর এবং ঊনকোটি জেলা সফরে গিয়েছেন বিধায়ক সুদীপ রায় বর্মন। অপরদিকে দক্ষিণ জেলা সফরে গিয়েছেন প্রাক্তন মন্ত্রী মনিন্দ্র রিয়াং সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব।

_____

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *