আগরতলা, ৭ ডিসেম্বর: পশ্চিম ভুবনবন এলাকায় বলরাম সাহার মৃতদেহ গত ২৬ নভেম্বর উদ্ধার হয়েছিল। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে রামনগর থানায় খুনের মামলা দায়ের করা হয়েছিল। পুলিশী তদন্তে হত্যা কান্ডের সাথে জড়িত এক ব্যক্তির নাম উঠে আসে। পুলিশ ওই অভিযুক্তকে আটক করেছে বলে জানিয়েছেন রামনগর থানার ওসি রাকেশ বৈদ্য। তাঁকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, গত ২৬ নভেম্বর পশ্চিম ভুবনবন এলাকায় নালায় রক্তাক্ত অবস্থায় বলরাম সাহা নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছিল। তিনি পেশায় গাড়ি চালক ছিলেন। মৃতদেহের মাথায় ও শরীরে বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছিল।
মৃতের পরিবারের অভিযোগ, বলরামকে খুন করা হয়েছে। তাঁকে দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। পরবর্তী সময়ে মৃতের পিতা রতন সাহার তরফ থেকে রামনগর থানায় মামলা দায়ের করা হয়েছিল। সাথে সাথে পুলিশ মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছিল।
এ বিষয়ে রামনগর থানার ওসি রাকেশ বৈদ্য জানিয়েছেন, পুলিশী তদন্তে হত্যাকান্ডের সাথে জড়িত পশ্চিম ভুবনবন এলাকার বাসিন্দা জয়ন্ত দেব (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। কিন্তু এখনো পর্যন্ত খুন করার আসল কারণ খুঁজে পাওয়া যায় নি। তাঁকে আজ পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। কারণ পুলিশের প্রাথমিক ধারণা, ওই হত্যাকান্ডে একাধিক ব্যক্তি জড়িত রয়েছে। তাকে পুলিশ রিমান্ডে নিয়ে অনেক তথ্য এবং খুনের কারণ জানা যাবে জানান ওসি রাকেশ বৈদ্য।

