নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ৫ ডিসেম্বর : খবরের জেড়ে বিশালগড় বাইপাস এলাকার ছিনতাইকান্ডের ঘটনার মাস্টারমাইন্ড কংগ্রেস নেতাপুত্র পুলিশ রিমান্ডে।
মঙ্গলবার সকালে কংগ্রেস নেতার পুত্র শুভঙ্কর দাসকে(২৪) মধ্য লক্ষীবিল সরকারটিলা এলাকা থেকে বিশালগড় থানার পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। তার বিরুদ্ধে বিশালগড় থানার ওসি তাপস দাস একটি মামলা গ্রহণ করেন। মামলা নম্বর ১১৭,নিম্ন ধারায় মামলা নথিভুক্ত করা হয় ৩৪১/৩২৩/৩৮২ (বি)/৫০৬/৩৪ আইপিসি।
মঙ্গলবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে তিনদিনের পুলিশ রিমান্ডে পাঠায়। পুলিশ পাঁচদিনের পুলিশ রিমাইন্ড চাইলেও আদালত তিনদিনের মঞ্জুর করেছে। কিন্তু পুলিশের ধারণা আরো ৫-৬ জনের নাম আসতে পারে বাইপাস ছিনতাই কান্ডে।
প্রসঙ্গত, ছিনতাই কান্ডে অভিযুক্তরা গত শনিবার রাত আনুমানিক এগারোটা নাগাদ একটি মুড়ির গাড়ি আটক করে, সেটাকে অপহরণ করে রাবার বাগানে নিয়ে গাড়ি চালককে বেধড়ক মারধর করে নগদ আড়াই লাখ টাকা ছিনতাই করে দুষ্কৃতকারীরা।
অবশেষে চালকের চিৎকার শুনে এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ গিয়ে গাড়ি সহ চালককে উদ্ধার করে। কিন্তু ছিনতাই কান্ডে যুক্ত অভিযুক্তরা পালিয়ে যায়।এই ঘটনায় পুলিশ দুষ্কৃতকারীদের একটি টি আর ০১ এ ৮১৯৩ নাম্বারের স্কুটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে।
পুলিশ প্রাথমিকভাবে জানতে পারে স্কুটিটি স্থানীয় এক কংগ্রেস নেতার। ঘটনার তদন্তে পুলিশ।