বিহারের রোহতাসে দুর্ঘটনার কবলে মন্ত্রী জামা খানের এসকর্ট গাড়ি; চালকের মৃত্যু, ৪ পুলিশ কর্মী আহত

রোহতাস, ৫ ডিসেম্বর (হি.স.): বিহারের রোহতাস জেলায় দুর্ঘটনার কবলে পড়ল বিহারের সংখ্যালঘু মন্ত্রী জামা খানের পুলিশ এসকর্ট গাড়ি। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মন্ত্রীর গাড়ির চালকের, এছাড়াও ৪ জন পুলিশ কর্মী কমবেশি আহত হয়েছেন। সাসারামের সাব-ইন্সপেক্টর গঙ্গা প্রসাদ রজক জানিয়েছেন, “গাড়ির চালকের মৃত্যু হয়েছে ও ৪ জন পুলিশ কর্মী আহত হয়েছেন। আহতদের সাসারামের হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

মঙ্গলবার সকালে পুলিশ জানিয়েছে, বিহারের রোহতাস জেলায় দুর্ঘটনার কবলে পড়েছে বিহারের সংখ্যালঘু মন্ত্রী জামা খানের পুলিশ এসকর্ট গাড়ি। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে, দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় হোমগার্ড জওয়ানের, যিনি গাড়িটি চালাচ্ছিলেন। ৪ জন পুলিশ কর্মীকে আহত অবস্থায় সাসারামের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।