চেন্নাই, ৫ ডিসেম্বর (হি.স.): ঘূর্ণিঝড় মিগজাউমের দাপটে বিপর্যস্ত হয়ে পড়েছে তামিলনাড়ুর রাজধানী চেন্নাই। চেন্নাই ছাড়াও তামিলনাড়ুর অন্যত্রও প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত। চেন্নাই শহরে এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে চেন্নাইয়ের বিস্তীর্ণ এলাকা। বিভিন্ন এলাকায় বাড়ির ভিতরেও জল ঢুকে গিয়েছে। মিগজাউমের প্রভাবে ভারী বর্ষণে ইতিমধ্যেই ভেসে গিয়েছে চেন্নাই। প্রবল বৃষ্টিপাতের জেরে বহু এলাকা জলমগ্ন। ভারী বৃষ্টিপাতের কারণে রাস্তাঘাট কার্যত নদীতে পরিণত হয়েছে। বহু যানবাহন জলের তোড়ে ভেসে গিয়েছে। জায়গায় জায়গায় বড় বড় গাছ, দেওয়াল এবং বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছে। বন্যার জল প্রবেশ করায় বেশ কয়েকটি হাসপাতালে স্বাস্থ্যসেবা পরিষেবা সাময়িক ভাবে স্থগিত। জলরুদ্ধ হয়ে পড়েছে মেট্রো স্টেশনগুলি। অবিরাম বর্ষণের কারণে বেশ চেন্নাইয়ের কয়েকটি এলাকায় বিদ্যুৎ এবং ইন্টারনেট সংযোগ বিঘ্নিত হয়েছে।
চেন্নাইয়ে তাণ্ডব চালানোর পর দ্রুত গতিতে অন্ধ্রপ্রদেশের দিকে এগিয়ে চলেছে ঘূর্ণিঝড় মিগজাউম। মঙ্গলবারই অন্ধ্রপ্রদেশের নেল্লোর এবং মছলিপত্তনমের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়বে মিগজাউম। যার প্রভাবে অন্ধ্রপ্রদেশ এবং পুদুচেরির উপকূলবর্তী এলাকাগুলিতে ঝড়-বৃষ্টি শুরু হয়েছে। সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। এদিকে, ঘূর্ণিঝড়ের প্রভাবে সম্ভাব্য ভারী বৃষ্টিপাতের পরিপ্রেক্ষিতে ওডিশার গজপতি জেলায় সমস্ত প্রাথমিক, উচ্চ প্রাথমিক, উচ্চ বিদ্যালয় এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্র ৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।