ভোপাল, ৫ ডিসেম্বর (হি.স.): বিজেপি কর্মীরা কোনও বিশেষ পদের জন্য নয়, বড় মিশনের জন্য কাজ করেন। বললেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। একইসঙ্গে জানিয়েছেন, আগেও আমি মুখ্যমন্ত্রীর প্রতিদ্বন্দ্বী ছিলাম না, আজও নই এবং আগামী দিনেও মুখ্যমন্ত্রীর প্রতিদ্বন্দ্বী হব না। মঙ্গলবার শিবরাজ সিং চৌহান বলেছেন, বিজেপি কর্মীরা কোনও বিশেষ পদের জন্য নয়, বড় মিশনের জন্য কাজ করেন। সেই মিশনের মাধ্যমে আমরা যে কাজই পাই, আন্তরিকতার সঙ্গে করি।”
মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান আরও বলেছেন, “আমি দিল্লি যাব না। আগামীকাল, আমি ছিন্দওয়াড়া যাব, যেখানে আমরা বিধানসভার ৭টি আসন জিতেছি। আমার একটাই রেজোলিউশন আছে, মধ্যপ্রদেশের ২৯টি আসন (আসন্ন লোকসভা নির্বাচনে) জয়লাভ করা উচিত বিজেপির।” এদিনই এক ভিডিও বার্তায় শিবরাজ বলেছেন, “আমি আগেও মুখ্যমন্ত্রীর প্রতিদ্বন্দ্বী ছিলাম না, এখনও নই। আমি দলের একজন কর্মী এবং দল যে পদ অথবা দায়িত্ব দেবে আমি তা পালন করব।”