হাফলং (অসম), ৫ ডিসেম্বর (হি.স.) : ত্রয়োদশ উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে এমনিতেই ডিমা হাসাও জেলায় রাজনৈতিক পরিমণ্ডল সরগরম। তাঁর ওপর পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে তিনটি রাজ্যে বিজেপির বিজয়ে দলীয় কার্যকর্তাদের মধ্যে বিপুল উৎসাহের সৃষ্টি করেছে। ডিমা হাসাও জেলা বিজেপি বহুদিন থেকে দাবি করে আসছে, এবারের নির্বাচনে উত্তর কাছাড় পার্বত্য পরিষদের ২৮-এর মধ্যে ২৮টি আসনে জয়ী হয়ে পুনরায় ক্ষমতায় ফিরবে।
গত ২ ডিসেম্বর ডিমা হাসাও জেলার অন্তৰ্গত দিয়ুংব্রায় এক কার্যকর্তা সন্মেলনে প্ৰদেশ বিজেপি সভাপতি ভবেশ কলিতাও এই দাবি করেছেন। তাঁর বক্তব্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশীর্বাদে এবং অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার আন্তরিক প্রচেষ্টায় ডিমা হাসাও জেলায় উন্নয়নের জোয়ার বইছে। তিনি উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসার প্রশংসা করে বলেন, দেবোলালের নেতৃত্বে ডিমা হাসাও জেলা শান্তি ও প্রগতির পথে ছুটছে। তাই ডিমা হাসাও জেলার সাধারণ জনতা বিজেপি সরকারের উন্নয়নমূলক কাজে অত্যন্ত খুশি। এরই পরিপ্রেক্ষিতে এবারের উত্তর কাছাড় পার্বত্য পরিষদের নির্বাচনে সবকয়টি ২৮টি আসনে বিজেপির জয় নিশ্চিত বলে দাবি করেন ভবেশ কলিতা। ভবেশ বলেন, পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফলে কংগ্রেস তথা ইন্ডি জোট হতাশ।
এদিকে পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফলাফল উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচনে যে প্রভাব ফেলবে তা এক প্রকার নিশ্চিত বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাঁরাও এবার উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদে বিজেপি পুনরায় ক্ষমতায় ফিরবে বলে মনে করছেন।
উত্তর কাছাড় পার্বত্য পরিষদের ভোটের নির্ঘণ্ট এখনও প্রকাশ হয়নি। সম্ভবত আগামী জানুয়ারি মাসে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফলাফল প্রকাশ হয়েছে। এমতাবস্থায় আগামী কয়েকদিনের মধ্যেই রাজ্য নির্বাচন কমিশন ভোটের নির্ঘণ্ট ঘোষনা করে নির্বাচনের অধিসূচনা জারি করতে পারে বলে মনে করা হচ্ছে। তবে নির্বাচনের দিন-তারিখ এখনও ঘোষণা করা না হলেও ইতিমধ্যে কংগ্রেস, বিজেপি এবং তৃণমূল কংগ্রেস কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে।
বিশেষ করে শাসক বিজেপি দল পার্বত্য পরিষদের ২৮টি আসনেই জোর তৎপরতা চালিয়ে এক প্রকার ভোটের প্রচার শুরু করে দিয়েছে।