আগরতলা, ৫ ডিসেম্বর: শীগ্রই চালু হবে আগরতলা -হায়দ্রাবাদ রুটে সরাসরি বিমান পরিষেবা। পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরীর চিঠির জবাবে আজ একথা জানিয়েছেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। পাশাপাশি আগামীতে যোরহাট-আগরতলা-যোরহাট রুটে পরিষেবা চালু হবে বলে আশ্বস্ত করেছেন তিনি।
তিনি চিঠিতে আরও জানিয়েছেন, বর্তমানে আগরতলা থেকে বেঙ্গালুরু, কলকাতা, দিল্লী, গৌহাটি, ইম্ফল ও শিলং রুটে সরাসরি ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া ও আকাশা-র ওই বিমানগুলি পরিষেবা দিচ্ছে।