‌বিজয় মার্চেন্ট : ওড়িশার বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে চাইছে ত্রিপুরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ ডিসেম্বর।। ব্যর্থতা ভুলে ওড়িশার বিরুদ্ধে ঘুরে দাড়াতে মরিয়া ক্রিকেটাররা। ঘুরে দাড়ানোর লক্ষ্য চলছে জোড় কদমে প্রস্তুতি। অসমের মঙ্গলদৈ-‌এ ৬ ডিসেম্বর থেকে শুরু হবে ম্যাচটি। অনূর্ধ্ব-‌১৬ বিজয় মার্চেন্ট ট্রফি ক্রিকেটে। তামিলনাড়ুর বিরুদ্ধে ‌মরশুমের প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় ইনিংসে পরাজিত হয়েছিলো ত্রিপুরা। ওই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় তাই অনুশীলনে ব্যাটসম্যানেদর উপরই বেশী জোড় দিচ্ছেন ত্রিপুরার টিম ম্যানেজমেন্ট। সকলেই মনে করছেন একঝঁাক নবাগত ক্রিকেটার হওয়ায় আসরের প্রথম ম্যাচের চাপ নিতে পারেনি। যা ওড়িশা ম্যাচে হবে না। সোমবার প্রায় ৩ ঘন্টা অনুশীলন করে ত্রিপুরার ক্রিকেটাররা। শুরুতে কন্ডিশনিং, মাঝে ফিল্ডিং এবং শেষে নেটে দীর্ঘসময় অনুশীলন করে ক্রিকেটাররা। মঙ্গলবার শেষ প্রস্তুতি সেরে নেবে দেবজ্যোতি পাল-‌রা। ওড়িশার বিরুদ্ধে প্রথম ইনিংসে বেশ কয়েকটি পরিবর্তন আনা হতে পারে। এমনই সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। তবে কাদের খেলানো হবে প্রথম একাদশে তা এখনও চূড়ান্ত হয়নি।‌