ত্রিপুরা-১৮০ & ৩৩৪/৯ (ডি:)
গোয়া-২১৫ & ২০১/৫
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ ডিসেম্বর।। ত্রিপুরা- ও গোয়া ম্যাচ শেষ হলো অমিমাংশিতভাবে। তবে প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে ম্যাচ থেকে ৩ পয়েন্ট পেলো গোয়া। অনূর্ধ্ব-১৯ কোচ বিহার ট্রফি ক্রিকেটে। গোয়ার পানজিম ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শেষ দিনে জয়ের জন্য স্বাগতিক দলের দরকার ছিলো ৩০০ রান। কিন্তু গোয়া ৮০ ওভার ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ২০১ রান করতে সক্ষম হয়। এর আগে ত্রিপুরার ১৮০ রানের জবাবে গোয়া প্রথম ইনিংসে ২১৫ রান করে। ৩৫ রানে পিছিয়ে থেকে ত্রিপুরা দ্বিতীয় ইনিংসে ৯ উইকেট হারিয়ে ৩৩৪ রান করেছিলো। ম্যাচটিতে প্রথম ইনিংসে লিড নেওয়ায় গোয়া পেলো ৩ পয়েন্ট এবং ত্রিপুরার ঝুলিতে আসলো ১ পয়েন্ট। তৃতীয় দিনের ৭ উইকেটে ২৮৭ রান নিয়ে খেলতে নেমে সোমবার শুরু থেকেই দ্রুত রান তোলার দিকে নজর দেন ত্রিপুরার ব্যাটসম্যান-রা। সবার নজর এদিন ছিলো সপ্তজিৎ দাসের দিকে। তবে এদিন হতাশ করেনি সপ্তজিৎ। জীবনের দ্বিতীয় শতরান করেন ১৭০ বল খেলে ১৫ টি বাউন্ডারির সাহায্যে। শেষ পর্যন্ত ১০৩.২ ওভার ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ৩৩৪ রান করার পর ইনিংসের সমাপ্তি ঘোষনা করে ত্রিপুরা। সপ্তজিৎ ১৭১ বল খেলে ১০১ রানে অপরাজিত থেকে যায়। বিশাল সিনহা ১৪ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১১ এবং অর্কজিৎ ১২ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ১৬ রান করেন। গোয়ার পক্ষে শ্রীভাঙ্ক দেশাই ২৭ রানে ৩ টি, পুন্দেলিক নাইক ৭১ রানে এবং যুবরাজ সিং ১১৫ রানে ২ টি উইকেট দখল করেন। ৩০০ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে গোয়া দিনের শেষ বল পর্যন্ত গোয়া ৮০ ওভার ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ২১০ রান করে। গোয়ার পক্ষে নিসাং নাগভেকর ১৩০ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৪২ রানে এবং চিত্তম জাভানাকুমার ৯১ বল খেলে ৭ টি বাউন্ডারির সাহায্যে ৩০ রানে অপরাজিত থেকে যান। এছাড়া দলের পক্ষে শান্তনু নাভাগি ১১৩ বল খেলে ৭ টি বাউন্ডারির সাহায্যে ৫২, ভীর যাদব ৫৩ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৫ এবং ইয়াশ কাশভানকর ৪১ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২২ রান করেন। ত্রিপুরার পক্ষে সপ্তজিৎ দাল ২৮ রান দিয়ে ২ টি উইকেট দখল করেন। আসরে ত্রিপুরার চতুর্থ প্রতিপক্ষ শক্তিশালী মুম্বাই। ৮ ডিসেম্বর থেকে আগরতলায় হবে ম্যাচটি।