কলকাতা, ৪ ডিসেম্বর (হি.স.) : সোমবার সকালে নিউটাউন এলাকার একাধিক জায়গায় হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দল। সূত্রের খবর, রিজার্ভ ব্যাঙ্কের কোটি কোটি টাকার প্রতারণা মামলায় তল্লাশি অভিযানে যায় সিবিআই।
তল্লাশি চলে ব্যাঙ্ককর্মীদের বাড়ি বাড়ি। রিজার্ভ ব্যাঙ্ক থেকে উধাও হওয়া টাকা কোন কোন অ্যাকাউন্টে লেনদেন হয়েছে, তা বুঝতে সিবিআইয়ের এই তল্লাশি বলে জানা গিয়েছে।
গত জুন মাসে একটি আরটিআইয়ের মাধ্যমে জানা গিয়েছিল, রিজার্ভ ব্যাঙ্কের টাঁকশাল থেকে কয়েক হাজার কোটির ৫০০ টাকা নোট আচমকা উধাও হয়ে গিয়েছে ২০১৫ থেকে ২০১৬ সালের মধ্যে। কোথায় সেসব নোট, তা জানতে তদন্তভার দেওয়া হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর। তদন্তে নেমে সেই নোটের হদিশ পেতে কলকাতার একাধিক জায়গায় এই তল্লাশি শুরু করল সিবিআই।
সূত্রের খবর, সেসব টাকা একাধিক অ্যাকাউন্টে লেনদেন হয়েছে। সেসবের হদিশ পেতেই সিবিআই তল্লাশি। সোমবার সকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে সিবিআইয়ের একাধিক দল মোট ২০ টি গাড়ি নিয়ে বার হয়। নিউটাউনের দুটি আবাসন, দত্তাবাদের বাড়িতে চলে অভিযান।
সিবিআই সূত্রের খবর, দত্তাবাদের এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্মী সুপ্রিয় মল্লিকের বাড়িতে তল্লাশি চালান সিবিআই আধিকারিকরা। এনিয়ে তাঁর বাবা অনুপ মল্লিক বলেন, ”ওঁরা এসে ছেলের খোঁজ করেছিলেন। ছেলের সঙ্গে যা কথা বলার, বলছেন। ছেলে ব্যাঙ্কে চাকরি করে। ওঁরা ওই সংক্রান্ত সব কাগজপত্র দেখছেন। আমি কিছু জানি না।”
নিউটাউনের ইউনি ওয়াল্ড সিটি আবাসনের ফেক্সকো ৩ বিল্ডিংয়ের ৬০৪ নম্বর রুম এবং নিউটনের মুক্তধারা আবাসন, বিএ ৭০-তে তল্লাশি চলে। সূত্রের খবর এ-ও যে, প্রতারণার অঙ্ক প্রায় ১০০ কোটি টাকার কাছাকাছি। তবে এই ঘটনার সঙ্গে কে বা কারা যুক্ত, সে বিষয়ে এখনও জানা যায়নি।

