শিমলা, ৪ ডিসেম্বর (হি.স.) : হিমাচল প্রদেশের শিমলা শহরে একটি সড়ক দুর্ঘটনায় ছয়জন কাশ্মীরি শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে রাজধানী শিমলা সংলগ্ন সুন্নি থানা এলাকায় করদঘাটে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় পিকআপ ভ্যানে থাকা ছয়জন শ্রমিকের মৃত্যু হয় এবং ছয়জন গুরুতর আহত হন। আহতদের আইজিএমসি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সোমবার সকালে একটি পিকআপ ভ্যানে করে ১২ জন শ্রমিক সুন্নি থেকে মান্ডি যাচ্ছিলেন। এদিন সকাল ৭টার দিকে তাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে করদঘাটে খাদে পড়ে যায়। শিমলা থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে এই দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ত্রাণ ও উদ্ধার কার্য শুরু করে। পুলিশ স্থানীয় মানুষ জনের সহায়তায় খাদ থেকে লোকজনকে উদ্ধার করে। পিকআপে থাকা তিনজনের ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং হাসপাতালে তিনজন শ্রমিকের মৃত্যু হয়। আহতদের আইজিএমসি হাসপাতালে নিয়ে যায় পুলিশ।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় মৃত সকল শ্রমিকই কাশ্মীরের বাসিন্দা। দুর্ঘটনায় মৃত চারজনের নাম ফরিদ, গোলাম, শাব্বির ও তালিব। বাকি দুজনের পরিচয় জানা যায়নি। শিমলার এএসপি সুনীল নেগি জানিয়েছেন, জম্মু ও কাশ্মীরের ছয়জন শ্রমিকের মৃত্যু হয়েছে, এঁনারা সকলেই এদিন পিকআপ ভ্যানে ছিলেন। তিনি জানান, দুর্ঘটনার মামলা দায়ের করা হয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।

