বাঁকুড়া, ৩ ডিসেম্বর (হি. স.) : চার রাজ্যের বিধানসভা নির্বাচনে আশাতীত ফলাফলে উছ্বাস বাঁকুড়া বিজেপিতে। রবিবার সকাল থেকে ফলাফল ঘোষণা হতেই দেখা যায় এক্সিট পোল কে ভুল প্রমাণিত করে তিন রাজ্যেই বিজেপি জয়লাভ করেছে।ফলাফল ঘোষণা হতেই দলে দলে কর্মীরা বিজেপির জেলা কার্যালয়ে জমায়েত হতে থাকে।বেলা যত বাড়তে থাকে কর্মীদের ভীড় ও বাড়তে থাকে।শুরু হয়ে যায় মিষ্টি বিলি।কর্মীরা আনন্দে ফটকা ফাটাতে থাকে।বেলা বারোটা নাগাদ বিধায়ক নিলাদ্রী দানা, বিজেপির জেলা সভাপতি সুনীল রুদ্র মন্ডল কর্মী সমর্থকদের নিয়ে বিজয় মিছিল বের করেন।
নিলাদ্রী দানা বলেন, সারা ভারতবর্ষ যে সনাতনীদের তা এই নির্বাচনে যস্বশ্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র দাস মোদী দেখিয়ে দিলেন।এই নির্বাচন আগামী লোকসভা নির্বাচনের ট্রেলর মাত্র।২৪এর লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি আরও বেশী আসন নিয়ে মন্ত্রী সভা গঠন করবেন। অপরদিকে জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি অরূপ ব্যনার্জী বলেন জাতীয় কংগ্রেস বিজেপির মতো মানুষ কে ভেল্কি দেখাতে পারেনি।এখানেই হার হয়েছে।আমরা মানুষের কাছে গেছি ,মানুষ আমাদের ভোট দেয়নি।
তৃনমূল কংগ্রেসের বাঁকুড়া জেলার সভাপতি বিধায়ক অরূপ চক্রবর্তী বলেন এই ফলাফল লোকসভা নির্বাচনে কোনও প্রভাব ফেলবে না।বাংলাতে তো নয়ই।এখানে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন।সেই সঙ্গে তিনি বলেন ফলাফলে দেখা যাচ্ছে বিরোধীদের ভোট অনেক বেড়েছে, খুব বেশী ভোটের ব্যবধান নেই জয়ী প্রার্থীদের থেকে।এর ফলে আগামী নির্বাচনে বিরোধীরা আরও জোটবদ্ধ হয়ে লড়াই করবে।