চার রাজ্যে বিধানসভার নির্বাচনী ফলাফলের প্রবণতায় মোদীর জয়ধ্বনিতে মুখরিত অধ্যাপক (ডা.) মানিক সাহা, প্রতিমা ভৌমিক, রতনলাল নাথ ও রাজীব ভট্টাচার্য্য

আগরতলা, ৩ ডিসেম্বর: চার রাজ্যে বিধানসভার নির্বাচনী ফলাফলের প্রবণতা দেখে মোদীর জয়ধ্বনিতে মুখরিত হলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, কৃষিমন্ত্রী রতন লাল নাথ এবং প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য্য।

তিন রাজ্যে বিধানসভা নির্বাচনে জয়ের পথে বিজেপি। এদিন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক নিজ সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জয়ধ্বনিতে মুখরিত হয়েছেন।

তাছাড়া, কৃষিমন্ত্রী রতন লাল নাথ নিজ সামাজিক মাধ্যমে ভোটারদের কুর্নিশ জানিয়েছেন। তিনি বলেন,  প্রধানমন্ত্রী এবং বিশ্বনেতা নরেন্দ্র মোদীর বিকাশ ভাবনা এখন প্রতিটি রাজ্যের কোণে কোণে গেরুয়া আবির উড়ছে। তিন রাজ্য মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিসগড়ে বিজেপির বিজয়ের পথে। এই বিজয় নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং জেপি নাড্ডার বলে দাবি করেন তিনি। 

এদিকে, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য্য বলেন, চার রাজ্যের বিধানসভা নির্বাচনী ফলাফলে স্পষ্ট ২০২৪ লোকসভা নির্বাচনে আবারও প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী। তাঁর কটাক্ষ, নরেন্দ্র মোদীর আতঙ্কে কংগ্রেস ও সিপিএম ধরাশায়ী। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *