ইসলামাবাদ, ৩ ডিসেম্বর (হি. স.) : পাকিস্তানের গিলগিট বাল্টিস্তান অঞ্চলে একটি যাত্রীবাহী বাসে নির্বিচারে গুলি চালিয়ে নয়জনকে হত্যা করেছে সন্ত্রাসীরা। এই হামলায় আহত হয়েছেন আরও ২৬ জন।
জানা গেছে, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় চিলাসের কাছে গিলগিট থেকে রাওয়ালপিন্ডিগামী বাসটিতে হামলা চালানো হয়। হামলার পর চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সামনে থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। চিলাসের উপ-পুলিশ কমিশনার আরিফ আহমেদ বলেন, নিহতদের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। নিহতদের মধ্যে দুই সেনাও রয়েছেন। আহতদের মধ্যে স্পেশাল সিকিউরিটি ইউনিটের একজন জওয়ানও রয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।