মধ্যপ্রদেশ ভোট গণনা : মধ্যপ্রদেশে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় এগিয়ে রয়েছে বিজেপি

ভোপাল, ৩ ডিসেম্বর (হি.স.) : মধ্যপ্রদেশে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় এগিয়ে রয়েছে বিজেপি। মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনের ভোট গণনা রবিবার সকাল থেকেই শুরু হয়েছে। মোট ২৩০টি আসনের মধ্যে বিজেপি ১৬৪টি আসনে এগিয়ে রয়েছে। আর কংগ্রেস ৬৪টি আসনে এগিয়ে রয়েছে। ২৩০টি আসনের রাজ্য বিধানসভায় সংখ্যাগরিষ্ঠের সংখ্যা ১১৬। দেশের সমস্ত চোখ এখন বড় প্রার্থীদের নির্বাচনী ফলাফলের দিকে। যেমন- প্রহ্লাদ সিং প্যাটেল, শিবরাজ সিং চৌহান, কমলনাথ, নরেন্দ্র সিং তোমর, রীতি পাঠক, কৈলাশ বিজয়বর্গীয়, নরোত্তম মিশ্রদের দিকে।

মধ্যপ্রদেশ রাজ্যের ৫২টি জেলা সদরে কড়া নিরাপত্তার মধ্যে সকাল ৮টা থেকে ভোট গণনা চলছে। দুপুর ১টা পর্যন্ত নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুসারে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বুধনি আসন থেকে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী বিক্রম মাস্তাল শর্মার থেকে ৬০,৫২২ ভোটে এগিয়ে রয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমর বিএসপি প্রার্থী বলভীর সিং দান্দোটিয়ার থেকে এগিয়ে রয়েছেন। দশম রাউন্ড শেষে ভোপাল উত্তর আসনে কংগ্রেসের আতিফ আকিল প্রায় ১৭ হাজার ভোটে এগিয়ে রয়েছেন। পিছিয়ে রয়েছেন বিজেপির অলোক শর্মা।

ছিন্দওয়াড়া থেকে কংগ্রেসের রাজ্য সভাপতি কমলনাথ বিজেপি প্রার্থী বিবেক বান্টি সাহুর থেকে ১৯৩৭২ ভোটে এগিয়ে রয়েছেন। ইন্দোর-১ আসন থেকে কৈলাশ বিজয়বর্গীয় তাঁর প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী সঞ্জয় শুক্লার থেকে ২৮,২৭২ ভোটে এগিয়ে রয়েছেন। সিধি আসন থেকে বিজেপি প্রার্থী রীতি পাঠক কংগ্রেস প্রার্থী জ্ঞান সিংয়ের থেকে ৪৯৭১ ভোটে এগিয়ে রয়েছেন।

নিবাস বিধানসভা আসন থেকে কংগ্রেস প্রার্থী চেন সিং বারকাদেকে ৩৭১৬ ভোটে পিছনে ফেলে এগিয়ে গিয়েছেন ফাগ্গান সিং কুলস্তে। নরোত্তম মিশ্র দাতিয়া বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী রাজেন্দ্র ভারতীর চেয়ে ৫৩০০ ভোটে পিছিয়ে রয়েছেন। হারদা বিধানসভা আসন থেকে বিজেপি প্রার্থী কমল প্যাটেল দশ রাউন্ড গণনা শেষে মোট ৪৮,৫৯৮ ভোট পেয়েছেন। যেখানে কংগ্রেস প্রার্থী ডঃ আর কে ডগনে পেয়েছেন ৪৫,৩০৯ ভোট। কমল প্যাটেল বর্তমানে ৩২৮৯ ভোটে এগিয়ে রয়েছেন।

সাগর জেলার রাহলি বিধানসভা এলাকা থেকে বিজেপি প্রার্থী ও মন্ত্রী গোপাল ভার্গবের ভোট ক্রমশ বাড়ছে। দ্বাদশ রাউন্ডের পর তাঁর ভোট বেড়ে দাঁড়িয়েছে ৫২ হাজার ৪৭২ ভোটে। ১২তম রাউন্ড পর্যন্ত, ভার্গব ৭৭৭২২ ভোট পেয়েছেন এবং কংগ্রেস প্রার্থী জ্যোতি প্যাটেল ২৫২৫৪ ভোট পেয়েছেন। এর আগে ২০১৩ সালে, গোপাল ভার্গব ৫১ হাজার ভোটে জয়ী হয়েছিলেন। এবার সেই রেকর্ড ভাঙবে বলে মনে করা হচ্ছে। সাগর জেলার সুরখি বিধানসভা আসন থেকে বিজেপি প্রার্থী গোবিন্দ সিং রাজপুত ষষ্ঠ রাউন্ডে ১০২৫ ভোটে পিছিয়ে রয়েছেন। এখানে এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী নীরজ শর্মা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *