ভোপাল, ৩ ডিসেম্বর (হি. স.) : মধ্যপ্রদেশে ফের সরকার গড়তে চলেছে বিজেপি । এই মুহূর্তে এই রাজ্যে বিজেপি এগিয়ে আছে ১৬২ আসনে, কংগ্রেস এগিয়ে মাত্র ৬৫ আসনে। রাজ্যের এই সাফল্যের পিছনে আছে বিজেপির ‘লডলি বহেনা’ প্রকল্প । এমনটাই মনে করেন কেন্দ্রীয়মন্ত্রী ও বিজেপি নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তিনি বলেন, ‘লডলি বহেনা’ প্রকল্প এখানে গেম-চেঞ্জার এবং তার পুরো কৃতিত্ব শিবরাজ সিং চৌহানের।
২৩০ আসনের মধ্যপ্রদেশ বিধানসভায় বরাবরেই মতোই এবার মূল লড়াইটা ছিল কংগ্রেস ও বিজেপির মধ্যে। ২০১৮ সালে কংগ্রেস সরকার গঠনের পর ১৫ মাস সেখানে ক্ষমতায় থাকে। এরপর ২০২০ সালে কংগ্রেস থেকে সদলবলে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বিজেপিতে যোগ দেওয়ার পর গেরুয়া-রাজ শুরু হয়। এই পরিস্থিতিতে বিজেপি এবার হিন্দি বলয়ের এই রাজ্যে ক্ষমতা ধরে রাখতে পারবে কি না তা নিয়ে নানা জল্পনা ছিল। তবে, চৌহান ভীষণভাবে নির্ভর করেছিলেন মহিলাদের জন্য তৈরি প্রকল্পের উপর। যার মধ্যে রয়েছে- ‘লডলি বহেন যোজনা’। যে প্রকল্পে রাজ্যের গরিব মহিলাদের অ্যাকাউন্টে ১২৫০ টাকা করে প্রতি মাসে ঢুকিয়ে দিয়েছে বিজেপি সরকার। যেটাকে ‘ভোট গিমিক’ বলে আক্রমণ শানিয়েছে কংগ্রেস। তবে, বিজেপি নেতৃত্বের দাবি, মহিলাদের ক্ষমতায়নের জন্যই দলীয় লাইন মেনে এই প্রকল্প চালু করা হয়েছে।