Assembly Election Result 2023 : তেলেঙ্গানা ও ছত্তিসগড়ে বাতি জ্বলল লাল পার্টির, দুটি আসনে এগিয়ে সিপিআই

আগরতলা, ৩ ডিসেম্বর: সারা দেশেই টিমটিম করে জ্বলছে কমিউনিস্টের বাতি। তবে, চার রাজ্যের বিধানসভার নির্বাচনী ফলাফলে বিজেপি, কংগ্রেস ও বিআরএসের দাপটের মধ্যে খুবই ছোট চমক দিয়েছে লাল পার্টি। ছত্তিসগড় ও তেলেঙ্গানায় এই মুহূর্তে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া একটি করে আসনে এগিয়ে রয়েছে।

সারা দেশে কেরল ও ত্রিপুরায় বামেদের অস্তিত্ব লক্ষ্য করা যায়। কেরলে শাসকের এবং ত্রিপুরায় বিরোধী ভূমিকায় রয়েছে লাল পার্টি। ২০১৮ বিধানসভা নির্বাচনে তেলেঙ্গানায় ও ছত্তিসগড়ে কমিউনিস্টদের অস্তিত্ব ছিল না। খুবই অল্প সংখ্যক ভোট পেয়েছিল তাঁরা। আজ ছত্তিসগঢ়ে বিধানসভা নির্বাচনের ফলাফলে কোন্টা আসনে সিপিআই প্রার্থী মনিষ কুঞ্জম ৪১১ ভোটে এগিয়ে রয়েছেন। অন্যদিকে তেলেঙ্গানায় কোথাগুডেম আসনে সিপিআই প্রার্থী কুনামনেনি সিম্বাশিবা রাও ৬৩৯২ ভোটে এগিয়ে রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *