রায়পুর, ৩ ডিসেম্বর (হি. স.) পাশা বদলে দিল ছত্তীসগঢ়। সকাল কংগ্রেসের হলেও, বেলা গড়াতে ভোটের ফল যায় বিজেপির দিকে। শেষ পর্যন্ত ৯০ আসনের ছত্তীসগঢ়ে ৫৪টি আসনে জয় পেয়ে রাজ্যে ক্ষমতায় ফিরছে বিজেপি । বুথ ফেরত সমীক্ষাকে ভুল প্রমাণ করে ছত্তীশগড়ে পাঁচ বছর পর আবার ক্ষমতায় ফিরল বিজেপি।
৯০টি আসনের ছত্তীসগঢ় বিধানসভায় সরকার গড়ার ‘জাদুসংখ্যা’ ৪৬। জেতা এবং এগিয়ে থাকার প্রবণতা অনুযায়ী বিজেপি ইতিমধ্যে ৪৯ আসনে জয় পেয়েছে । আরও ৫টি আসনে এগিয়ে থেকে রাজ্যে ৫৪টি আসনে জিততে চলেছে বিজেপি। অন্যদিকে ক্ষমতাসীন কংগ্রেস ৩৩টি আসেনে জিতেছে । ২টি আসনে এগিয়ে থেকে এখানে কংগ্রেস দখল করতে পারে ৩৫টি আসন । একটি আসনে জিতেছে মায়াবতীর বিএসপি।
রাজনৈতিক মহলের মতে, পাঁচ বছর আগে এই রাজ্যে চমক দিয়েই সরকার গড়েছিল কংগ্রেস। পাঁচ বছর পর চমক দিয়েই সরকার হারাল তারা। উন্নয়ন তাস এখানেও কাজে লাগাল বিজেপি।