আগরতলা, ৩ ডিসেম্বর : মোদী ক্যারিশ্মা চার রাজ্যের বিধানসভা নির্বাচনে দারুণভাবে পরিলক্ষিত হচ্ছে। তাতেই, ত্রিপুরায় বিজেপি শিবিরে উৎসব শুরু হয়ে গিয়েছে। প্রাথমিক ফলাফল দেখেই আগরতলা প্রদেশ বিজেপি মুখ্য কার্যালয়ে দলীয় পদাধিকারীরা নরেন্দ্র মোদীর জয়জয়কার শুরু করে দিয়েছে।
আজ চার রাজ্যের বিধানসভা নির্বাচনের গণনা শুরু হয়েছে। এই মুহূর্তে মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিসগড়ে বিজেপি এগিয়ে রয়েছে। মধ্যপ্রদেশ ও রাজস্থানে ফলাফলের প্রবণতায় বিজেপির জয় নিশ্চিত বলেই মনে করা হচ্ছে। মধ্যপ্রদেশে বিজেপি ১৬০ এবং রাজস্থানে ১১৫টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে, ছত্তিসগড়ে হাড্ডাহাড্ডির লড়াই হলেও বিজেপি ৪৬টি আসনে এগিয়ে রয়েছে। শুধুমাত্র তেলেঙ্গানায় কংগ্রেস জয়ের দিকে এগিয়ে চলেছে। দক্ষিণী ওই রাজ্যে কংগ্রেস ৬০ আসনে এগিয়ে গেছে।

