সোনামুড়া জেলা কংগ্রেস ভবনে যোগদান সভা

আগরতলা, ২ ডিসেম্বড: সোনামুড়া জেলা কংগ্রেস ভবনে শনিবার প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহার উপস্থিতিতে এক যোগদান সভা অনুষ্ঠিত হয়েছে। এই যোগদান সভায় ৩৭ পরিবারের ১৭০ জন ভোটার এইদিন কংগ্রেস দলে যোগদান করে। 

দলীয় পতাকা হাতে তুলে দিয়ে নবাগতদের কংগ্রেস দলে বরণ করে নেন প্রদেশ কংগ্রেস সভাপতি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানিয়েছেন, রাজ্যে বর্তমানে অভাবের কারনে মা তার সন্তান বিক্রয় করছে। অভাবে কারনে আত্মহত্যার ঘটনা বৃদ্ধি পাচ্ছে। অভাবের কারনে মানুষ অসাধু রাস্তা বেছে নিচ্ছে। রাজ্যের আইন-শৃঙ্খলা দিন দিন খারাপ হচ্ছে। নারী নির্যাতনের ঘটনা ঘটছে। অথচ সরকার সুশাসনের কথা বলছে। এই সরকারকে বিজ্ঞাপনের সরকার বলেও কটাক্ষ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

আজ সোনামুড়া জেলা কংগ্রেস ভবনে জেলার নেতৃত্বদের নিয়ে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী আশিষ কুমার সাহা, জেলা কংগ্রেস সভাপতি দীপক চক্রবর্তী,   বরিস্ট সংখ্যালঘো নেতা ইদ্রিস মিয়া, প্রদেশ SC কংগ্রেস চেয়ারম্যান নিরঞ্জন দাস, জনজাতি নেতা অনন্ত মুরাসিং  সহ অন্যান্য স্থানীয় নেতৃত্বগণ। নেতৃত্বগণ। প্রদেশ কংগ্রেস সভাপতি  আশিষ কুমার সাহা এবং স্থানীয় নেতৃত্বদের উপস্থিতিতে ৩৭ পরিবারের ১৭০ জন ভোটার বিভিন্ন দল ছেড়ে জাতীয় কংগ্রেস দলে যোগদান করেন।