গোয়ালিয়র, ২ ডিসেম্বর (হি.স.): মধ্যপ্রদেশে বিজেপির জয় নিয়ে প্রবল আত্মবিশ্বাসী কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। রবিবার মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা, তার একদিন আগে শনিবার সিন্ধিয়া বলেছেন, “২৪ ঘন্টা অপেক্ষা করতে দিন আমাদের; ফলাফল আগামীকাল সামনে আসবে।”
শনিবার গোয়ালিয়রে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেছেন, “আগামীকালের গণনা নিয়ে আমরা সম্পূর্ণ আশাবাদী যে, মধ্যপ্রদেশে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে বিজেপি।” তিনি আরও বলেছেন, “আমাদের ২৪ ঘন্টা অপেক্ষা করতে দিন, আগামীকাল ফল আমাদের সামনে থাকবে।