ঝাড়গ্রাম, ৩০ নভেম্বর, (হি.স.): সঠিক সময়ে লোকাল ট্রেন চালানোর দাবিকে সামনে রেখে ঝাড়গ্রাম স্টেশনে রেল অবরোধে সামিল হলেন রেল যাত্রীরা। বৃহস্পতিবার সকালে খড়গপুরগামী ডাউন টাটানগর-খড়গপুর লোকাল ট্রেন অনেকটা দেরিতে ঝাড়গ্রাম রেল স্টেশনে পৌঁছয়। এতে বাধে বিপত্তি।
এদিন টাটানগর-খড়গপুর লোকাল বেশ কিছুটা দেরিতে ঝাড়গ্রাম স্টেশনে এসে পৌঁছয়। তিন নম্বর প্লাটফর্মে পরিবর্তে ট্রেনটিকে এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে দেওয়া হয়। আর এতেই ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। দীর্ঘক্ষণ ট্রেনটিকে দাঁড় করিয়ে রাখার ফলে যাত্রীরা বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন।
যাত্রীদের অভিযোগ, এক নম্বর প্লাটফর্মে ট্রেনটিকে দাঁড় করিয়ে একের পর এক এক্সপ্রেস ও মালগাড়িকে যেতে দেওয়া হচ্ছে। বিষয়টি ঝাড়গ্রাম রেলস্টেশনের কর্তৃপক্ষকে জানালেও তারা কোন কর্ণপাত করেনি বলে অভিযোগ।
তারপরেই সকাল ৭টা থেকে এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা টাটানগর-খড়গপুর লোকালকে অবরোধ করেন ট্রেনের যাত্রীরা। ঝাড়গ্রাম স্টেশনের পূর্ব দিকের মেন রেললাইনে পুরুষ মহিলা সবাই এ্রিত হয়ে লাইনের উপর বসে পড়েন।
সঠিক সময়ে ট্রেন চালানোর দাবিতে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন তাঁরা। সকাল ৮টা ২০ মিনিট নাগাদ ঝাড়গ্রাম রেল স্টেশনে এসে পৌঁছয় হাওড়াগামী টাটানগর-হাওড়া স্টিল এক্সপ্রেস। অবরোধের মুখে পড়ে সেই ট্রেনটিও।
অবরোধ চলাকালীন ঘটনাস্থলে এসে উপস্থিত হন রেল পুলিশের কর্মীরা। সকাল ৯টা ৪০ মিনিট নাগাদ রেল লাইনের উপর বসে থাকা যাত্রীদের সরিয়ে রেল চলাচল স্বাভাবিক করে রেল পুলিশ।