নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৩০ নভেম্বর : তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানাধীন ৩০ হাজার টাকায় বিক্রি হওয়া শিশুকন্যাটি উদ্ধার হওয়ার পর আজ সন্ধ্যায় শিশুটিকে দেখতে গেলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। শিশুটির পিতা ও মায়ের সঙ্গে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে এসে কথা বলেন জিতেন্দ্র চৌধুরী। তারপরও চিকিৎসক এবং সেবিকাদের সাথেও বাচ্চাটির শারীরিক পরিস্থিতি নিয়ে কথা বলেন।
উল্লেখ্য গত সপ্তাহে তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত মুঙ্গিয়াকামি ব্লকের নিয়ন্ত্রণাধীন বংশীপাড়ার দেড় দিন বয়সী শিশু সন্তান বিক্রি নিয়ে গোটা রাজ্যজুড়ে তোলপাড় পরিবেশ তৈরি হয়। রীতিমতো হোমওয়ার্ক করে নড়েচড়ে বসতে দেখা যায় প্রশাসনকে।
তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের নির্দেশ অনুসারে গঠিত জাম্বু টিম বিক্রি হয়ে যাওয়া বাচ্চাটার জোর তল্লাশি শুরু করে বিভিন্ন জায়গায়। মুঙ্গিয়াকামি, খুমলুং সহ বিভিন্ন জায়গায় তল্লাশি চালানোর পর অবশেষে গোমতী জেলার করবুক থেকে সংশ্লিষ্ট শিশুটিকে গতকাল ভোর আনুমানিক ৪ টা নাগাদ উদ্ধার করতে সক্ষম হয় প্রশাসন।
তখন থেকে আজ পর্যন্ত শিশুটি এবং তার মা বর্তমানে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের পর্যবেক্ষণে রয়েছে।
এখানে উল্লেখ করা প্রয়োজন, অতি সম্প্রতি মুঙ্গিয়াকামি আর ডি ব্লকের অন্তর্গত আঠারমুরার হলুদিয়া এডিসি ভিলেজের বংশীপাড়ার জনৈক খুকেন দেববর্মা এবং ঊষা রানী দেববর্মার দেড় দিন বয়সী কন্যা সন্তানকে ৩০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়া হয়েছিল। এদিকে আজ সন্ধ্যায় সিপিআইএম রাজ্য সম্পাদক শিশুটির পরিবার এবং শিশুটির খোঁজখবর নিতে হাসপাতালে গিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেছেন।