নিজস্ব প্রতিনিধি, আমবাসা, ৩০ নভেম্বর : দীর্ঘদিন পালিয়ে থাকার পর অবশেষে পলাতক আসামিকে আটক করতে সক্ষম হয়েছে আমবাসা থানার পুলিশ। আমবাসা থানার পুলিশ তেলিয়ামুড়াস্থিত সুভাষনগর এলাকায় গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক মামলার অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্ত সুদীপ চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে পুলিশ। যার মামলা নাম্বার ৪৫/২০২৩, সেকশন ২২ সি ২৫/২৯। এলাকায় অভিযান চালিয়ে সুদীপ চক্রবর্তীকে আটক করে আমবাসা থানায় নিয়ে আসে। বৃহস্পতিবার পাঁচ দিনের রিমান্ড চেয়ে অভিযুক্তকে আদালতে সোপর্দ করে আমবাসা থানার পুলিশ। পুলিশ রিমান্ডে এনে তাকে জিজ্ঞাসাবাদ করে ঘটনা সম্পর্কে আরও তথ্য উদ্ধারের চেষ্টা চালাবে বলে পুলিশ জানিয়েছে।
2023-11-30