হায়দরাবাদ, ৩০ নভেম্বর (হি.স.): তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাবে বিজেপি। জোর দিয়ে বললেন কেন্দ্রীয় মন্ত্রী তথা তেলেঙ্গানার বিজেপি সভাপতি জি কিশান রেড্ডি। বৃহস্পতিবার সকালে ভোট দেওয়ার পর জি কিশান রেড্ডি বলেছেন, “জনগণের উচিত নিজেদের ভোটাধিকার প্রয়োগ করা। আমি জনগণের কাছে নিজ নিজ দায়িত্ব পালনের জন্য আবেদন করছি। আমি জনগণকে বলতে চাই, আজ আপনাদের কাছে সরকার বেছে নেওয়ার সুযোগ। জনগণকে প্রার্থী অথবা দলের দিকে তাকাতে হবে, মদের প্রলোভনে না পড়ে।”
বৃহস্পতিবার সকালে হায়দরাবাদের বরকতপুরায় ভোট দিয়েছেন জি কিশান রেড্ডি। ভোট দেওয়ার পর তিনি আরও দাবি করেছেন, “আমাদের অন্য দলের বিধায়কদের প্রয়োজন নেই। আমরা রাজ্যে নিজেরাই সরকার গঠন করব। তেলেঙ্গানায় আমরা সংখ্যাগরিষ্ঠতা পাব।” রেড্ডির কথায়, “তেলেঙ্গানার ভবিষ্যতের জন্য এবং একটি ভাল সরকারকে ক্ষমতায় আনতে, আমি জনগণের কাছে ভোট দেওয়ার জন্য আবেদন করছি।”